Wellcome to National Portal
Main Comtent Skiped

Advice about Corona Virus


এক নজরে

১. এক নজরেঃ

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি সরকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান-এর প্রধান নির্বাহী হচ্ছেন মহাপরিচালক। প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাঁকে সহায়তা করছেন প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং, বিভাগ ও শাখা এবং বিভাগীয়/আঞ্চলিক কার্যালয়/গবেষণাগারের প্রধান হিসেবে নিয়োজিত যথাক্রমে পরিচালক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রশাসন শাখার সহকারী পরিচালক। এ প্রতিষ্ঠানে ২টি উইং, ২টি বিভাগ, প্রশাসন, কার্টোগ্রাফী, ডাটা প্রসেসিং অ্যান্ড স্ট্যাটিস্টিকেল এন্ড আইসিটি এবং পাবলিকেশন অ্যান্ড রেকর্ড শাখাসহ ৯টি শাখা, ৭টি বিভাগীয় কার্যালয়, ৩৩টি আঞ্চলিক  কার্যালয়, ৭টি ভিাগীয় গবেষণাগার, ১৬টি আঞ্চলিক গবেষণাগার এবং ২টি গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়া কৃষকের মৃত্তিকা নমুনা সরেজমিনে পরীক্ষা করে ফলাফলের ভিত্তিতে সুষম মাত্রার সার সুপারিশ করার লক্ষ্যে ১০টি ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার রয়েছে। রাঙ্গামাটি  জেলার  জন্য প্রতিষ্ঠিত এ স্থায়ী মৃত্তিকা পরীক্ষাগারটির মাধ্যমে এতদঞ্চলের কৃষক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রেরিত ফসলী জমির মাটি পরীক্ষার ভিত্তিতে সার সুপারিশ সেবা প্রদান করা হয়।  

 

  •  ১৯৬১ সালে সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্থান নামে উক্ত ইনস্টিটিউটের কার্যক্রম শুরু।
  •  ১৯৭২ সালে সয়েল সার্ভে অব বাংলাদেশ নামে কার্যক্রম অব্যহত থাকে।
  •  ১৯৮৩ সাল থেকে উক্ত নাম পরিবর্তিত হয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নামে কার্যক্রম পরিচালনা করে আসছে।               
  •  ২০২১   সাল থেকে আঞ্চলিক গবেষণাগারের কার্যক্রম শুরু হয় ।