Wellcome to National Portal
Main Comtent Skiped

Advice about Corona Virus


List of Services

সেবার তালিকা


মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে যে সমস্ত সেবা পাওয়া যাবে তা নিম্নরূপঃ

দায়িত্বাবলী

সেবা গ্রহণকারী

প্রার্থী সেবা পাওয়ার সর্বোচ্চ সময়সীমা

প্রাথমিক, আধা-বিসত্মারিত ও বিসত্মারিত জরিপের মাধ্যমে ভূমি ও মৃত্তিকা সম্পদের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ব্যাখ্যা ও বিশেস্নষণ করা এবং মানচিত্র ও প্রতিবেদন প্রণয়ন ও সরবরাহ।

কৃষি মন্ত্রণালয়/ সরকারী বেসরকারী কৃষি খামার/কৃষি সম্প্রসারণ বিভাগ/ গবেষণা প্রতিষ্ঠান/গবেষক/শিক্ষাবিদ/ পরিকল্পনাবিদ/ শিক্ষিত কৃষক।

অনুরোধ প্রাপ্তি/ কার্যক্রম শুরম্নর

পর ১ বছর।

 

উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার গাইড (উপজেলা নির্দেশিকা) সরবরাহ।

কৃষি সম্প্রসারণ বিভাগ/ গবেষণা প্রতিষ্ঠান/ এনজিও/ গবেষক/ সম্প্রসারণ কর্মী/শিক্ষিত কৃষক।

প্রাপ্যতা সাপেক্ষে চাহিদাপ্রাপ্তির

পর ১ দিন।

ভূমি ও মৃত্তিকা বৈশিষ্ট্য অনুসারে শস্য  উপযোগিতা (crop suitability)নিরূপণ, মানচিত্র ও প্রতিবেদন প্রণয়ন।

কৃষি মন্ত্রণালয়/NARSভূক্ত প্রতিষ্ঠান।

অনুরোধ প্রাপ্তির পর ১৫ দিন।

বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জ্বলোচ্ছাস ইত্যাদি প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ এলাকা জরিপ, মানচিত্র ও প্রতিবেদন প্রণয়ন ও সরবরাহ।

কৃষি মন্ত্রণালয়/NARS ভূক্ত প্রতিষ্ঠান/ কৃষি সম্প্রসারণ বিভাগ/পরিকল্পনাবিদ।

বিভিন্ন জেলা/আঞ্চলিক কার্যালয় থেকে তথ্য-উপাত্ত প্রাপ্তি সাপেক্ষে ১০ দিন।

মৃত্তিকা উর্বরতা, ভূমি ব্যবহার ও মৃত্তিকা ব্যবস্থাপনা পরিবীÿণ কার্যক্রম পরিচালনা, ডাটা সংরÿণ ও প্রতিবেদন প্রণয়ন।

কৃষি মন্ত্রণালয়/ কৃষি সম্প্রসারণ বিভাগ/গবেষণা প্রতিষ্ঠান/গবেষক/এনজিও।

চলমান প্রক্রিয়া

মাটি, পানি, ফসল ও পরিবেশ বিষয়ক প্রতিবেদন প্রণয়ন।

কৃষি মন্ত্রণালয়/ গবেষক/ পরিবেশবিদ/পরিকল্পনাবিদ।

জেলা/আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ৫দিন।

জিআইএস প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল মানচিত্র প্রণয়ন, উপাত্ত সংরক্ষণ, বিশেস্নষণ ও সরবরাহ।

কৃষি মন্ত্রণালয়/ কৃষি সম্প্রসারণ/ NARS ভূক্ত

 

প্রতিষ্ঠান/ এনজিও/ গবেষক/ শিক্ষাবিদ/ছাত্র ।

অনুরোধ প্রাপ্তির পর ৭ দিন।

(ক) কৃষি উন্নয়নের সাথে সংশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী ও কৃষকের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান।

মৃত্তিকা বিজ্ঞানী/বিশ্ববিদ্যালয় শিক্ষক/ সম্প্রসারণ কর্মী/ কৃষক।

১ মাস

 

ভূমি ব্যবহার ও মৃত্তিকা সংরক্ষণের  পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ।

কৃষি সম্প্রসারণ বিভাগ/ NARS/ কৃষক/এনজিও।

৩ বছর

 

মৃত্তিকা মিউজিয়াম সংরক্ষণ, উন্নয়ন এবং  দর্শনার্থীদের মিউজিয়ামে রক্ষিত    ডিসপেপরিদর্শনে সহায়তা করা।

বিশ্ববিদ্যালয় ছাত্র/শিক্ষক/গবেষক/ বিজ্ঞানী। দর্শনার্থীর অনুরোধ প্রাপ্তির পর

 

৫ দিন

 

কৃষক সেবা কার্যক্রমঃ

(ক) স্থায়ী গবেষণাগারে মাটির নমুনা বিশেষণ ও সার সুপারিশ।

(খ) ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় গিয়ে মাটির নমুনা বিশেস্নষণ, ফসল/ফসল বিন্যাস ভিত্তিক সার সুপারিশ।

(গ) মাটির ভৌত ও রাসায়নিক গুণাবলী বিশেষণ করে মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ।

(ঘ) মাটি ও পানির লবণাক্ততা নির্ণয় করে ফসল নির্বাচন বিষয়ক সুপারিশমালা।

 

কৃষক

 

 

১০ দিন

 

৩ দিন

 

 ৩ মাস

 

৩ দিন

মৃত্তিকা, উদ্ভিদ ও পানির নমুনায় বিভিনস্ন পুষ্টি উপাদানসহ ভারী পদার্থের উপস্থিতি ও পরিমাণ নির্ণয়।

কৃষি সম্প্রসারণ বিভাগ/ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা/ ব্যক্তি

অনুরোধ প্রাপ্তির পর ৫ দিন

 

গুণগতমান নির্ধারণে (খাঁটি/ভেজাল) সারের নমুনা বিশেস্নষণ ।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর/ কাষ্টম্স/ পুলিশ প্রশাসন/ বিএআরসি/ বেসরকারীামদানীকারক/এনজিও  সমেত বিভিন্ন প্রত্যাশী সংস্থা।

অনুরোধ প্রাপ্তির পর ৫ দিন

 

 

 

Ø      ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে পূর্ব ঘোষিত নির্দিষ্ট সময়ে P, K, S, PHও ECবিশেস্নষণ করে চাহিদামত যে কোন   

     ফসল/ ফসল বিন্যাসের সার সুপারিশের জন্য কৃষকের নিকট থেকে মাত্র ২৫.০০ টাকা ফি গ্রহণ করা হয়।

 

Ø      স্থায়ী গবেষণাগারের মাধ্যমে যে কোন সময় মাটির পুষ্টি উপদান N, P, K, S, B, Zn ,Pও ECবিশেস্নষণ করে

     চাহিদামত যে কোন ফসল / ফসল বিন্যাসের সার সুপারিশের জন্য কৃষকের নিকট হতে মাত্র ৫০.০০ টাকা ফি গ্রহণ করা হয়।